ভালো বংশ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ।বংশ তথা জাত থেকে তারা ইতিবাচক শিক্ষা লাভ করে ফলে কোন খারাপ কাজ করা তার বিবেকে বাঁধে।প্রয়োজনে নিজের ইচ্ছা জলাঞ্চলী দেয় সমাজ ও সংসারের স্বার্থে।
এই ধারনা থেকে আজ বিয়ের ক্ষেত্রে ফর্সা মেয়ে খোজা থেকে ছেলেরা অনেকটাই উঠে আসতে শুরু করেছে। কারণ, ফর্সা মেয়েগুলো হলো আখ থেকে তৈরি করা চিনির মতো। আপনি এটাকে যেখানেই রাখবেন পিঁপড়ার দল সেখানে হুর হুর করে চলে আসবে। ফর্সা মেয়েরা এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপদের আশংকায় থাকে। সুন্দরী মেয়েদের ছেলেদের কাছে অধিক পরিমানে চাহিদা রয়েছে, এটা আমরা অস্বীকার করি না কিন্তু এই অধিক চাহিদাই তাদের জীবনে চরিত্রের কাল হয়ে দাঁড়ায়। বিভিন্ন ছেলেদের আকর্ষণের ফলে খুব তাড়াতাড়ি এদের চরিত্রে কালিমার দাগ ফেলে দেয়া যায়। যেহেতু ছেলেদের দ্বারা এমনটা হয়, তাই ছেলেগুলো খুব ভালভাবেই জানে, সুন্দরী মেয়েদের অনেক সমস্যা থাকে। তাই তারা মনে করে ‘জাতের মেয়ে কলো ভালো’।